কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ প্রতিনিধি : মুজিববর্ষ ২০২০ উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, দরগাপাশ ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দিলিপ তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বজলুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, অর্থ সম্পাদক সোহেল তালুকদার সহ প্রমুখ।
অপরদিকে সকাল সাড়ে ১০ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Posted ৯:০৭ অপরাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad