শাব্বির এলাহী, কমলগঞ্জ প্রতিনিধি : আজ ২৭ ডিসেম্বর মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি, সাবেক আদমপুর ইউপি চেয়ারম্যান,মহান মুক্তিযুদ্ধের সংগঠক এম,এ,সবুরের ১৮তম মৃত্যুবার্ষিকী।
তিনি সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চবিদ্যালয়, উসমান আলী ইসলামিয়া দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
এম,এ,সবুর কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি লেখক, সংস্কৃতিকর্মী ও দৈনিক আমাদের সময়ের কমলগঞ্জ প্রতিনিধি শাব্বির এলাহীর পিতা । এ উপলক্ষ্যে তাঁর বাড়ী উত্তরভাগে মিলাদ মাহফিল ও কাঙালীভোজের আয়োজন করা হয়েছে।এছাড়াও এদিন এম,এ,সবুর পাঠাগারের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর উদ্যোগ নেওয়া হয়েছে।
Posted ১০:৪৫ অপরাহ্ণ | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad