স্টাফ রির্পোটার : আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নেন গ্রাম পঞ্চায়েতর নামে একদল প্রভাবশালী একটি পরিবারকে সমাজচ্যুত করে পাহারপুর বাজারের কল্প ট্রেডার্স নামে সরকার অনুমদিত ওয়ার্ড সার ডিলারের ব্যাবসা প্রতিষ্টানে তালা ঝুলিয়ে দিয়েও ক্রান্ত হয়নি পূর্বকালনী গ্রামের গ্রাম্য পঞ্চায়েত নামে একদল প্রভাবশালীর দল।
স্থানীয়সুত্রে জানাযায়, আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পূর্বকালনী গ্রামের প্রভাত সরকারের পুত্র প্রিয়তোষ সরকার (রানু) সাথে এলাকার সোনাতন দাসের পুত্র শৈলেষ চন্দ্র দাস, পণিলাল দাসের পুত্র কুঞ্জুলাল দাস, হেরেন্দ্র দাসের পুত্র হীরেন্দ্র চন্দ্র দাস (সুন্দর) ও গৌর প্রসাদ চক্রবর্ত্তীও পুত্র গুনসিন্ধু চক্রবর্ত্তী সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল এর জের ধরে গত ৭ নভেম্বর এলাকার প্রভাবশালীদের নিয়ে গ্রাম্য পঞ্চায়েতের মাধ্যমে বৈঠক করে তার পরিবারের সকল সদস্যদেরকে সামজচুত্ত্য করে ও পাহারপুর বাজারে কল্প ট্রেডার্স নামে ব্যাবসা প্রতিষ্টানে জুরপূর্বক তালা ঝুলিয়ে দেয় গ্রাম্য পঞ্চায়েত নামে ওই প্রভাবশালীর দল। এর প্রতিবাদে গত সোমবার সকালে প্রিয়তোষ সরকার রানু তার স্বজনদেরকে নিয়ে তালা ঝুলানো কল্প ট্রেডার্স নামে তার ব্যাবসা প্রতিষ্টানের সামনে আমরন অনশনে বসেন। ইউপি চেয়ারম্যান, থানা পুলিশ, পাহারপুর বাজার ব্যাবসায়ীদের মধস্থ্যতার সালিশে নিষ্পত্তির আশ্বাসে অনশন পত্যাহার করেন। এদিখে অনশন পত্যাহার করলে তাদের রোষানল থেকে রেহাই পাননি প্রিয়তোষ সরকার রানু। গত ৪ দিন হলেও ঘঠনাটি নিষ্পত্তি না করে উল্টো গতকাল বৃহস্পতিবার উল্লেখিতরাই বাদি হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অতিরিক্ত মুল্যে সার বিক্রি ও কৃত্রিম সংকট দেখানোর মিথ্যা অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এনিয়ে এলাকায় আলোচনা সমালোচনার জড় বইছে।
Posted ১:২৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad