কে,এ,রাহাত, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে ঘোষগ্রাম ফুটবল একাডেমি কর্তৃক হাকুর বাজার মাঠে আয়োজিত মিডনাইট ফুটবল টুর্নামেন্টের ধরাবাহিক ম্যাচে বন্ধু ফুটবল একাদশ ফতেহপুরকে ২-১ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ পুলিশ গোয়াইনঘাট থানা ফুটবল একাদশ। তার সাথে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
২৩শে নভেম্বর রাতে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে আয়োজিত উত্তেজনা পুর্ন ফুটবল ম্যাচে গোয়াইনঘাট থানা পুলিশ একাদশের হয়ে গোল দুটি করেন ইমরান আহমদ ও সাকের আহমেদ। এবং ফতেহপুর বন্ধু একাদশের হয়ে একটি গোল করেন আব্দুল্লাহ। খেলার প্রধান পরিচালকের দায়ীত্বে ছিলেন সুলাল কান্ত দে।
গোয়াইনঘাট থানা ফুটবল একাদশের টিম ম্যানেজমেন্টে ছিলেন থানার এস.আই আব্দুল আহাদ, উপস্তিত ছিলেন থানার এ.এস.আই হুমায়ুন কবির, এ.এসআই মিজানুর রহমান, এ.এস.আই মশিউর রহমান সহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
উপস্তিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সভাপতি ইউপি সদস্য হাবিজ উল্লাহ, সহ-সভাপতি নিজাম উদ্দিন,সাধারন সম্পাদক ইয়াকুব আলী, উপদেষ্টা ইউপি সদস্য বিমল চক্রবর্তী, ইউপি সদস্য সহিদুর রহমান, মুসলিম উদ্দিন,ডৌবাড়ী ইউপি যুবলীগের যুগ্ম আহবায়ক রফিক আহমদ, মোহাম্মদ আলী, নঈম উদ্দিন, মুছা মিয়া,সব্বির আহমদ, খেলা পরিচালনা কমিটির সদস্য সাইম আহমদ,নুরুল হক,বদরুল ইসলাম,এখলাছ উদ্দিন, প্রমুখ।