দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে চলমান করোনা সংকটে দোকানপাট, হোটেল-রেস্তোরা বন্ধ থাকায় সবচেয়ে বেশী বিপাকে পড়েছেন মানসিক ভারসাম্যহীন মানুষগুলো। রাস্তাই যাদের ঠিকানা, নিজের পেটের ক্ষুধা অন্যকে বুঝিয়ে বলতেই ব্যর্থ সেসব অসহায় মানুষদের মাঝে যুক্তরাজ্য প্রবাসী পাশা মিয়ার উদ্যোগে খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় দিরাই পৌর শহরের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে মানসিক ভারসাম্যহীনদের হাতে রান্না করা খাবার তুলে দেন দিরাই প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী ও অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ।
প্রবাসী পাশা মিয়া মুঠোফোনে বলেন, এই সংকটে এই মানুষগুলোর কথা কেউ হয়তো ভাবছে কিনা, এই চিন্তা থেকে উদ্যোগটি নেই এবং চেষ্টা করবো করোনা সংকট চলাকালে অন্তত একবেলা রান্না করা খাবার তাদের হাতে তুলে দিতে।
Posted ৯:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad