মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের মাধবপুরে তানিয়া আক্তার (২০) নামে এক গৃহবধু বিষপান করে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (২৭ জুলাই) ভোরে ব্রাহ্মণবাড়িয়া জেলার মাধবপুর থানার মালঞ্চপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে মোছাঃ তানিয়া আক্তারের বিয়ে হয় মালঞ্চপুর গ্রামের আব্দুল মিয়ার ছেলে আল আমিনের সাথে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ওই দিন ভোর রাতে তানিয়া আক্তার তার স্বামীর বাড়িতে বিষপান করে ছটফট করতে থাকলে পরিবারের লোকজন তানিয়াকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মুর্শেদ আলম জানান, তানিয়া আক্তারকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহামেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাত পর্যন্ত কেউ অভিযোগ করেনি।
Posted ৮:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad