মোঃ আব্দুর রকিব, হবিগঞ্জ : হবিগঞ্জের মাধবপুরে নির্দেশ অমান্য করে গণপরিবহনে জ্বালানী গ্যাস সরবরাহ করায় আল-আমিন সিএনজি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ এপ্রিল) সন্ধায় সরকারি নির্দেশ অমান্য করে গণপরিবহনে গ্যাস সরবরাহ করায় নোয়াপাড়ার কড়রায় অবস্থিত আল-আমিন সিএনজি ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা আদায় করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, নিষেধাজ্ঞা থাকার পরও আল আমিন সিএনজি ফিলিং স্টেশন অতিরিক্ত টাকার বিনিময়ে গনপরিবহনে জ্বালানি গ্যাস সরবরাহ করে আসছে। এ পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে অর্থদণ্ড দেয়া হয়েছে।
তিনি আরও জানান, ৯ এপ্রিল থেকে কৃষি কাজ, আইনশৃঙ্খলা ও জরুরি চিকিৎসা সেবায় নিয়োজিত পরিবহন ছাড়া অন্য গণপরিবহনে জ্বালানি সরবরাহ করা যাবে না এই মর্মে নির্দেশনা জারি রয়েছে। কেউ আইন না মানলে অভিযান অব্যাহত থাকবে এবং পাম্পগুলোর প্রতি কঠোর নজরদারি রয়েছে।
Posted ১০:০২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ মে ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad