সুমন আহমেদ বিজয়, লাখাই প্রতিনিধি : লাখাই উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় লাখাই উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এম,পি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম, বুল্লা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোক্তার হোসেন বেনু, লাখাই ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আইয়ুব রেজা ইমরান ও ফারুক আহমেদ।
অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট আলী নোয়াজ, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, সর্দার ওমর ফারুক, আলমগীর আলম মাহফুজ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ আচার্য সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
সভায় প্রধান অতিথি এমপি আবু জাহির উপজেলার শান্তি শৃঙ্খলার উন্নতির লক্ষে মাদক জুয়া চুরি ডাকাতি সহ সকল প্রকার অন্যায়মূলক কাজ কঠোর হস্তে দমনের নির্দেশ দেন।
এসময় তিনি বলেন, আগামী জুন মাসের মধ্যে লাখাই উপজেলাকে মাদক মুক্ত করতে জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টা চালাতে হবে এবং মাদক নির্মূলে মাদকসেবী ও ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, গুজব সৃষ্টকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোসা: শাহিনা আক্তার বলেন, মাদকের তালিকায় অনেক জনপ্রতিনিধি, সমাজের অনেক স্বনামধন্য ব্যাক্তিবর্গ দেখে আমি বিস্মিত।
তিনি মাদকসেবী ও ব্যাবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা মাদক দ্রব্যের ভয়ানক ছোবল থেকে আগামী জুন মাসের মধ্যে ফিরে আসুন।
আগামী জুন মাসের মধ্যে মাদক ছেড়ে ভাল পথে না আসলে আমরা মাদক সেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব।
Posted ১১:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad