সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাকে উপজেলা হিসাবে দাবীতে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মধ্যনগর থানা আওয়ামীলীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন এড. আব্দুল মজিদ, মধ্যনগর থানা যুবলীগের সভাপতি সভাপতি মো. মোস্তাক আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি ধর্মপাশা উপজেলার পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, ধর্মপাশা সহকারী কমিশনার (ভুমি) আবু তালেব, উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান, মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, ধর্মপাশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, চেয়ারম্যান মো. নুর হোসেন, জাকিরুল আজাদ মান্না, সাবেক চেয়ারম্যান মো. সাইদুর রহমান।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মধ্যনগর থানার আওয়ামীলীগ নেতা অমরেশ চৌধুরী, মো. আব্দুল শহিদ, জহিরুল হক, মধ্যনগর থানা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, কুতুব উদ্দিন তালুকদার, থানা যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, ধর্মপাশা উপজেলা যুবলীগের নেতা তরিকুল ইসলাম পলাশ, মধ্যনগর থানা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম খান, সাবেক সভাপতি পারভেজ আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, জনগণের স্বার্থে মধ্যনগর থানাকে উপজেলা করা একান্ত প্রয়োজন। আমি চেষ্টা করছি এই থানাকে উপজেলা করে গড়ে তোলার জন্য। মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি, জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা, বিশ্বনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মধ্যনগরকে উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করব ইনশাল্লাহু।
Posted ১২:০০ অপরাহ্ণ | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad