সাইফ উল্লাহ, ধর্মপাশা প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার কাকরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাহিদা ভিত্তিক নতুন জাতীয়করণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্প-১ এর আওতায় নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করা হয়েছে। সোমবার দুপুরে নতুন ভবণ শুভ উদ্ধোধন করেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান, মধ্যনগর থানার ওসি সেলিম নেওয়াজ, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, ঠিকাদার রহুল আমিন তালুকদার রব প্রসুখ।
এমপি রতন বলেন, আওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব সরকার এই সরকারের আমলে রেজি: স্কুল সহ অনেক হাই স্কুল কলেজ সরকারি করণ করা হয়েছে। তাই আসুন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা আওয়ামীলীগের উন্নয়নকে স্বাগতম জানাই।