আলিম উদ্দিন আলিম, কানাইঘাট প্রতিনিধি : ভারতে মুসলমান হত্যা ও মসজিদ পোড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কানাইঘাট পূর্ব বাজার হইতে গতকাল শুক্রবার বাদ আছর ইসলামী সমমনা দল সমুহের যৌথ ব্যানারে এক বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বাজারে গিয়ে শেষ হয়।
এর পূর্বে প্রতিবাদ সভায় উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি এবাদুর রহমানের সভাপতিত্বে ও পৌর খেলাফত মজলিসের সভাপতি মাও এবাদুর রহমানের পরিচালনায় উক্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাও নজির আহমদ, পৌর বিএনপির সভাপতি কাউন্সিলর শরীফুল হক, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাও জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য হাজী জসিম উদ্দিন, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাও হেলাল আহমদ, পৌর জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি আমির হুসাইন, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক শাব্বির আহমদ, পৌর জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাও খালেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ হাবীব আহমদ, বিএনপি নেতা মখলিছুর রহমান, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন প্রমূখ।
সভায় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ভারতের দিল্লিতে নরেন্দ্র মোদির ইন্ধনে মুসলমানদের সরাসরি হত্যা করা হচ্ছে, মুসলমানদের মসজিদ আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে, মসজিদে যাতে নামাজ পড়া না যায় তাতে মসজিদ ভাঙ্গা হচ্ছে। এসবের নেতৃত্ব দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুজিববর্ষে আসতে পারবে না।
Posted ১০:১১ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad