পি সি দাশ, শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার ভাটী বাংলা কলেজ পরিচালনা কমিটির প্রথম ভারের মত নির্বাচন সম্পন্ন হয়েছে। ২০১৪ সনের ৮ ফেব্রুয়ারি জাতীয় নেতা প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত এলাকার কয়েকজন তরুন যুবককে নিয়ে কলেজ প্রতিষ্টা করেন। পরে এলাকার সর্বস্তরের লোকজনকে সমন্বয় করে তিনি নিজেই কলেজ পরিচালনা কমিটি গঠন করেন দেন। দীর্ঘ ৬ বছর পর সরকারি নিয়ম অনুযায়ী নির্বাচন অনুষ্টিত হল।
রবিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং কর্মকর্তা আজিজুর রহমান ফলাফল ঘোষণা করেন।
ঘোষণাকৃত ফলাফলে দেখে যায় ৫ জন অভিভাবক সদস্য সহ কমিটির সকল সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচিত সদস্যগন হলেন, প্রতিষ্টাতা সদস্য সৌমেন সেনগুপ্ত, পিতা প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত, নির্বাচিত অভিভাবক সদস্য, আনন্দপুর গ্রামের নীতি রঞ্জন রায়, পান্ডব চন্দ্র দাশ, হবিবপুরের অরুন দাশ, আঙ্গারুয়া গ্রামের অনিল চন্দ্র দাশ, নিয়ামতপুর গ্রামের রেখা রানী দাস।
শিক্ষক প্রতিনিধি প্রভাষক মোঃ জাকির হোসন ও প্রভাষক সুৃমন সরকার। সুষ্ঠ সুন্দর ভাবে নির্বাচন সম্পন্ন করায় বিজয়ীগন নির্বাচন পরিচালনায় নিয়োজিতদের ধন্যবাদ জানান।