কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২২টি যানবাহনকে ১৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। বড়লেখা থানার সামনে শুক্রবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় বিভিন্ন ধরনের ২২টি যানবাহনকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
Posted ১:৫৫ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad