কুলাউড়া প্রতিনিধি : বড়লেখায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০১৯ এর শুভ উদ্বোধন হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বড়লেখা উপজেলা প্রশাসন টুর্নামেন্টের আয়োজন করেছে। বৃহস্পতিবার পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।
ইউএনও মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহসভাপতি প্রণয় কুমার দে, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সদর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, পৌরসভার সাবেক কাউন্সিলার কায়ছার পারভেজ প্রমুখ।
উদ্বোধনী খেলায় বড়লেখা সদর ইউপি দল দক্ষিণ শাহবাজপুর ইউপি দলের মুখোমুখি হয়। এইদিন দাসেরবাজার ইউনিয়ন তালিমপুরের ও বর্ণি ইউনিয়ন দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের মুখোমুখি হয়েছে। টুর্নামেন্টে দশটি ইউনিয়ন ও পৌরসভাসহ এগারোটি দল অংশ নেবে। ১৬ সেপ্টেম্বর ফাইনাল সম্পন্ন হবে।
Posted ৬:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad