কাজী মাহমুদুল হক সুজন : সুপ্রিমকোর্টের আইনজীবী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সাবেক প্রসিকিউটর, পরিচিত সমাজসেবক ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বাবা সৈয়দ এর্শাদ আলীর ১২ তম মৃত্যুবার্ষিকী পালন করেছেন একদম ভিন্নভাবে।
শনিবার সকালে প্রায় ২ হাজার মানুষের যাতায়াতের জন্য রেমা-কালেঙ্গা এলাকায় নির্মান করে দিয়েছেন নিজ উদ্যেগে ৩২ তম ব্রীজ।ফলে ওই এলাকার বন্যা আশ্রায়নের প্রায় ২ হাজার মানুষের যাতায়াতের দুর্ভোগ লাগব হল।
এ ব্যাপারে ব্যারিস্টার সুমন বলেন আমরা নেতারা থাকবো সুখে, আর এলাকার মানুষ থাকবে দুর্ভোগে এ ধরনের নেতা আমাদের প্রয়োজন নেই। যেখানে মানুষের দুর্ভোগ, সেখানেই আমি যেতে চাই। পরে তিনি উনার বাবা সৈয়দ এর্শাদ আলীর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।