স্বপন কুমার বর্মণ, বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বিশ্বম্ভরপুর উপজেলার দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।
সোমবার (০৬জানুয়ারী) দুপুরে দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাবেশ ও সংবর্ধনা অনুষ্টানে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তহুর মিয়ার সভাপতিত্বে ও বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোকাবির হোসেন তামিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনন্দ বিশ্বাস। আরো বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক চন্দ্র শেখর সরকার, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দীলিপ রঞ্জন বিশ্বাস, এলাকার শিক্ষানুরাগী মোঃ নুরুল আমিন, ও ইয়াহিয়া তালুকদার, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ গুলেনূর, অভিভাবক মাজেদা বেগম ও সন্তুষ বর্মণ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনির হোসেন।
পরে অত্র বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও অত্র এলাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্টানে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
Posted ১২:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad