স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
স্বাস্থ্য বিষয়ে সামাজিক নিরীক্ষার উপর এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার( ১৫ ডিসেম্বর) ভার্ড একশন এইডের সহযোগিতায় সামাজিক নিরীক্ষা দল দক্ষিন বাদাঘাটের আয়োজনে ভাডের উপজেলা কো-অর্ডিনেটর মুসলেহ উদ্দিন লস্করের পরিচালনায় উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক, সালেহ আহমদের সভাপতিত্বে, গণশুনানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ এরশাদ মিয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাক্তার চৌধুরী জালালউদ্দিন মোরশেদ।
আরো বক্তব্য রাখেন, ইউপি সদস্য মোঃ আব্দুল হক, সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা প্রতি মারানি। গণশুনানিতে অত্র ইউনিয়নের ১২ টি গ্রাম থেকে নারী ও কিশোরীরা অংশগ্রহণ করে নিজ নিজ এলাকার গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য সেবা কিশোরীদের স্বাস্থ্য সেবা বিষয়ক বিভিন্ন অসুবিধা, সুবিধা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ প্রদান করা হয়। উল্লেখ্য যে, শক্তিয়ারখলা পরিবার কল্যাণ কেন্দ্রে দীঘ দিন ধরে কোন ডাক্তার, আয়া ও ভিজিটরের পদগুলো শূন্য থাকায় ইউনিয়ন বাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এ ব্যাপারে অচিরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
Posted ৬:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad