স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বিশ্বম্ভরপুরে পরিবেশ সংগঠন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ অনুমোদিত উপজেলার শাখার সকল সদস্যেদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। বৃহস্পতিবার (১৬জানুয়ারী) বিকালে স্থানীয় প্রেসক্লাবে উক্ত সংগঠনের সভাপতি জাহিদ হাসান ইমনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মেহেদী হাসান রাসেলের সঞ্চালনায় পরিচিতি ও আলোচনা সভা হয়।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক নূরুল আলম সিদ্দিকী। আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা যুবলীগ নেতা ও লেখক দিলোয়ার হোসেন দিলু, উপজেলা ছাত্রলীগ নেতা ওয়াহিদুল জামান মাসুম, সুনামকন্ঠ প্রতিনিধি হাসান বশির, সাংগঠনিক সম্পাদক শফিকুল হাসান প্রমুখ।
বক্তাগন বন ও পরিবেশ সংরক্ষন সহ সুন্দর পরিবেশ সুরক্ষায় বিভিন্ন কর্মসূচি পালন করে অত্র উপজেলাকে সুজলা-সুফলা শস্য শ্যামলা সুন্দর উপজেলায় গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানানো হয়। এছাড়াও আগামী ৪৫ দিনের মধ্যে প্রতিটি ইউনিয়ন শাখা গঠন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
Posted ৬:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad