স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বিশ্বম্ভরপুরে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বাস্তবায়নে উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে কৃষি, শস্য বীজ ও অসচ্ছল মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়।
বৃহস্পতিবার (১০সেপ্টেম্বর) বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে শস্য বীজ ও ত্রান সামগ্রী বিতরনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর কমান্ডার ১১ পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল জে এম ইমদাদুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন লেফট্যোন্ট কর্নেল মোহাম্মদ মাহবুব হাসান চৌধুরী, অধিনায়ক ৬১ই বেঙ্গল, ক্যাপ্টেন শফিকুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস।
এছাড়াও সেনাবাহিনীর সদস্যগন উপস্থিত ছিলেন। উপজেলার মোট ৫৫জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষি শস্য বীজ এবং ৯০জন অসচ্ছল মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়।
Posted ১১:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad