ছবি- সিলেটের জনপদ
বিশ্বম্ভরপুরে সু-সেবা নেটওয়ার্কের উপজেলা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। নেটওয়ার্ক কমিটির সভায় সভাপতিত্ব করেন, উক্ত কমিটির উপদেষ্টা সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস। কেয়ার জি এস কে প্রকল্প কর্মকর্তা, চন্দ্রশেখর দাসের সঞ্চালনায় সু- সেবা নেটওয়ার্কের ত্রৈমাসিক কাজের অগ্রগতি পর্যালোচনা করেন, কমিটির সভাপতি মাসুদা খাতুন। নেটওয়ার্কের কাজের সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করেন সু- সেবার সদস্য, ফাতেমা মবিন। সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা সু -সেবা নেটওয়ার্ক কর্মীদেরকে ডেলিভারি ব্যাগ প্রদানের ঘোষণা দেন। সভায় উপদেষ্টামন্ডলী দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুশেদ, উপজেলা প প কর্মকর্তামোঃ আবদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক রঞ্জন দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, কেয়ার নিউটেশন এর প্রকল্প কর্মকর্তা নাজমুল হাসান এবং নেটওয়ার্ক কমিটির সকল সদস্যগণ।
Posted ৬:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad