স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: বিশ্বম্ভরপুরে সু-সেবা নেটওয়ার্ক কমিটির ত্রৈমাসিক সভা বুধবার (২৫ নভেম্বর) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উক্ত নেটওয়ার্ক কমিটির সভায় সভাপতিত্ব করেন, কমিটির উপদেষ্টা সদস্য ও উপজেলা পরিষদ চেয়াম্যান মো: সফর উদ্দিন। কেয়ার-জিএসকে প্রকল্প কর্মকর্তা চন্দ্র শেখর দাসের সঞ্চালনায় সুসেবা নেট ওয়ার্কের কাজের অগ্রগতি উপস্থাপন করেন কমিটির সভাপতি ফাতেমা মবিন।
নেটওয়ার্কের কাজের পরিকল্পনা ও সমস্যা নিয়ে আলোচনা করেন নেটওয়ার্কের সদস্য নার্গিস বেগম।এছাড়া সুসেবা নেটওয়ার্কের উপদেষ্টা মন্ডলির সদস্য উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা:চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, উপজেলা প:প: কর্মকতার্ মো: আব্দুর রহমান, প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাবেক উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, কেয়ার বাংলাদেশের কমিউনিটি আউট রীচ ম্যানেজার সঙ্গীতা বৈদ্য।
সভায় সুসেবা নেটওয়ার্কের পরবর্তী করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ মতামত নিয়ে বিস্তারিত আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Posted ৭:৫৫ অপরাহ্ণ | বুধবার, ২৫ নভেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad