স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। শনিবার (১৪ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছরুয়ার আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন।
দিবসের তাৎপর্য তুলে ধরে আরো বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আপ্তাব উদ্দিন, মেডিকেল অফিসার ডা. শারমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারন সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, থানার ২য় কর্মকর্তা পবিত্র সিংহ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মামুনুর রশিদ, উপজেলা কৃষক লীগ আহবায়ক হুমায়ূন কবির মৃধা, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ। আলোচনা সভার পর দোয়া পরিচালনা করেন উপজেলা ইসলামী ফাউন্ডেশনের কেয়ারটেকার মাও. ফজলুল হক।
এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে শহীদ বুিদ্ধজীবি দিবস উপলক্ষে উপজেলা গনমিলনায়তনে আলোচনা সভা হয়।উপজেলা আওয়ামিলীগ সভাপতি বেনজির আহমদ মানিকের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক কামরুল ইসলাম কামরুলের সঞ্চালনায় স্বগত বক্তব্য রাখেন ,আঃ লীগ সাধারন সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, আরো বক্তব্য রাখেন,আঃলীগ ওঅংগ সংগঠনের নেতৃবৃন্দ। বিকালে প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবি দিবসে প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সালেহ আহমদের পরিচালনায় দিবসের তাৎপর্য তুলে ধরে সাংবাদিক সহ বক্তাগন বক্তব্য রাখেন।
Posted ৮:৫০ অপরাহ্ণ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad