স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বিশ্বম্ভরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী বিভিন্ন কর্মসুচিতে পালন করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলা কেন্দ্রিয় স্মৃতি সৌধে সকালে জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিক কৃতিতে পুস্পস্তপক অর্পন করেন, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বাংলাদেশ আওয়ামিলীগ ও অংগ সংগঠন, উপজেলা প্রেসক্লাব, উদীচী শিল্পী গোষ্টি, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাসের সার্বিক তত্বাবধানে উপজেলা প্রশাসন ভবনসহ আলোক সজ্জা করা হয়। এছাড়াও দিবস উপলক্ষে মসজিদ মন্দিরে মোনাজাত ও প্রার্থনা করা হয়। করোনা ভাইরাসের কারনে অনুষ্টানমালা যদিও সীমিত করা হয়, এরপরও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ছাএ/ছাত্রী সহ সর্বস্তরের মানুষের মাঝে বিপুল উৎসাহ উদ্দিপনা লক্ষ করা যায়।
Posted ৩:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad