স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বিশ্বম্ভরপুরে যথাযোগ্য মর্যদায় মহান বিজয়/২০২০ পালিত হয়েছে। বুুধবার (১৬ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। এরপর সরকারি বেসরকারি প্রতিষ্টান, ব্যবসা বানিজ্য প্রতিষ্টানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে এবং জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পন করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন, বিএনপির একাংশ জেলা বিএনপির গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আশিকুর রহমান আশিকের নেতৃতে পুষ্পস্তপক অর্পন এবং উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠন, উপজেলা ফায়ার সার্ভিস, বিশ্বম্ভরপুর প্রেসক্লাব, বিশ্বম্ভরপুর উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠী, দূর্নীতি প্রতিরোধ কমিটি, উপজেলা পূজা উদযাপন পরিষদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান সহ বিভিন্ন প্রতিষ্টান।
সকাল ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্টানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ, থানার ওসি সুরঞ্জিত তালুকদার। পরে সীমিত পরিশরে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে বীর মুক্তিযোদ্ধারকে সংবর্ধনা ও সম্মাননা উপহার প্রদান করা হয়। অনুষ্টানে বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করে মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্বজল মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ, থানার ওসি সুরঞ্জিত তালুকদার প্রমুখ।
এছাড়ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। বেলা ১১টায় ভার্চুয়ালি (অনলাইনে) জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে দেশ ও ডিজিটাল উন্নয়ন জাতীয় সমৃদ্দি শীর্ষক আলোচনা হয়। এছাড়া স্থানীয় হাসপাতালে বিশেষ খাবার পরিবেশন এবং মসজিদ মন্দির সহ ধর্মীয় প্রতিষ্টানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্টিত হয়। এর আগে গত ১৫ই ডিসেম্বর মঙ্গলবার উপজেলার প্রথম স্মৃতিসৌধ রাজাপাড়া স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে মুক্তিযোদ্ধা ও জনপ্রতনিধিকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার পুষ্পস্তপক অর্পন করেন।
Posted ১০:০৪ অপরাহ্ণ | বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad