স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর প্রতিনিধিঃ
বিশ্বম্ভরপুরে মাদক বিরোধী ব্যাপক গনজাগরন সৃষ্টি লক্ষ্যে এবং উপজেলাকে মাদক মুক্ত ঘোষনা করার লক্ষ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রতিষ্টাবার্ষিকী পালন উপলক্ষে ব্যাপক কর্মসূচি করা হয়।
বৃহস্পিবার(০২ জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বস্থরের লোকজনের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ গণ মিলনায়তনে মাদক বিরোধী প্রচারনা মূলক এক আলোচনা সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাসের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছরুয়ার আলমের সঞ্চালনায় প্রশাসনের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৌরভ ভূষন দেব। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন। আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তাজ্জদ খান, থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক সোহেল আহমদ।
দুপুরে উপজেলার ধনপুর আছমত আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক সহ সর্বস্থরের লোকজনের উপস্থিতিতে মাদক বিরোধী সমাবেশ করা হয় এবং বিকালে বিশ্বম্ভরপুর সদর বাজারে মাদক বিরোধী আলোচনা সভা ও মাদকের কু-ফল বিষয়ে তথ্য চিত্র প্রদর্শনী অনুষ্টান করা হয়। প্রতিটি অনুষ্টানে সর্ব স্থরের বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
Posted ১১:০৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad