স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর (সুনাম গঞ্জ) প্রতিনিধি : বিশ্বম্ভরপুরে পারিবারিক শত্রুতার জের ধরে ভাইয়ের হাতে ভাই নির্মম ভাবে খুন হয়েছে। শনিবার (২০জুন) অনুমান সকাল ১১ ঘটিকার সময় উপজেলার ধনপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে পারিবারিক শত্রুতার জের ধরে বড় সৎ ভাই দুলাল মিয়া (৩০) সিএনজি গাড়ী চালক ছোট সৎ ভাই ঘাতক রাসেল মিয়া (২৭)কে প্রকাশ্য দিবালোকে এলোপাতাড়ি কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে।
থানার পুলিশ ঘটনা স্হল থেকে খুনি রাসেল ও খুনির মাকে আটক করেছে। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে বোয়ালিয়া গ্রামের জালাল মিয়ার প্রথম স্ত্রীর বড় ছেলে দুলাল মিয়ার সাথে তার দ্বিতীয় স্ত্রীর কল্পনা খাতুনের পুত্র রাসেল মিয়ার জমি সংক্রান্ত ও পারিবারিক বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন সকাল ১১ ঘটিকার সময় দুলাল মিয়া বাড়ি আশার সন্নিকটে আসা মাত্র পূর্ব থেকে উৎপেতে বসে থাকা ছোট ভাই ঘাতক রাসেল ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই দুলালকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন পালিয়ে যাওয়া অবস্থায় ঘাতক রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষনাত থানার ওসি মোঃ মাহবুবুর রহমান পুলিশ ফোর্স সহ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে এবং খুনি রাসেল মিয়া সহ রাসেল মিয়ার মা কল্পনা খাতুনকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
থানার ওসি মোঃ মাহবুবুর রহমান উক্ত হত্যা ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভাইয়ের হাতে ভাই খুন এ ঘটনায় এলাকায় দারুন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Posted ৭:৫৪ অপরাহ্ণ | শনিবার, ২০ জুন ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad