স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর প্রতিনিধিঃ বিশ্বম্ভরপুরে বোর ফসল রক্ষা বাঁধের ইউনিয়ন পর্যায়ে সুবিধাভোগীদের ও স্থানীয় জন সাধারনের মনোনীত প্রতিনিধির সমন্বয়ে পিআইসি গঠনের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
শনিবার(৩০নম্ভেবর) উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মতবিনিময় সভায় ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস। সভায় বাঁধ সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা (এসও) ও উপজেলা কমিটির সদস্য সচিব মোঃ মনসুর রহমান।
আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ইউপি সদস্য মুনসুর আহমদ, আব্দুল হেকিম, কৃষক প্রতিনিধি পংস্কজ রায়, সংবাদকর্মী শফিউল আলম প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন বোর ফসলী কৃষকের সোনার ফসল রক্ষা করতে প্রকৃত কৃষক প্রতিনিধির মাধ্যমে বিধি মোতাবেক পিআইসি গঠন করে সময় মত এবং সঠিক ভাবে বাধের কাজ করতে হবে। এ ব্যাপারে কৃষক সহ এলাকার সকলের সহযোগিতা কামনা করেন।
Posted ১০:৪২ অপরাহ্ণ | শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad