স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বিশ্বম্ভরপুরে দিন ব্যাপী বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিদর্শন করেন ও ভূমিহীনদের মাঝে খাস জমির বন্দবস্তের কবুলিয়ত দলিল হস্থান্তর করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
সোমবার(২৪আগষ্ট) দিন ব্যাপী সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন শুরুতেই ধনপুর ইউনিয়ন পরিষদ, গ্রাম আদালত, ডিজিটাল তথ্য সেবা ও থানা পরিদর্শন করেন।
পরে তিনি শ্রীধরপুর গুচ্চ গ্রামে বসবাসরত জন সাধারনের মধ্যে সচেতনতা মূলক উঠান বৈটকে মিলিত হন এবং বৃক্ষ রোপন কর্মসূচিতে যোগদান করেন। পরে বিশ্বম্ভরপুর খাদ্য গোদামে বোর ধান ক্রয় সংক্রান্ত পরিদর্শন করেন। বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। উপজেলা নিবার্হী অফিসার সমীর বিশ্বাসের সভাপতিত্বে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ও খাস জমি বন্দবস্ত প্রাপ্ত ভূমিহীন পরিবারের মধ্যে কবুলিয়ত দলিল হস্থান্তর অনুষ্টানে জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন ও উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস সহ উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। দিন ব্যাপী পরিদর্শন কালে উপজেলা নিবার্হী কর্মকর্তা সমীর বিশ্বাস সঙ্গে ছিলেন।
Posted ৭:৫১ অপরাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad