স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিভাগের উদ্যোগে ৩ দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২২-২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট( বারটান) এর বাস্তবায়নে, উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে ৩ দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার দাসের সঞ্চালনায় প্রথম দিন স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি অফিসার সমীর বিশ্বাস। প্রশিক্ষন প্রদান করেন, বারটানের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডঃ মোঃ আব্দুর রাজ্জাক, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাক্তার চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ,উপজেলা প,প কর্মকর্তা মোঃ আঃ রহমান, বারটানের সহকারী কর্মকর্তা সাদ্দাম হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিকুজ্জামান,ও উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া।
প্রশিক্ষনে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা গন, বিভিন্ন স্কুল /মাদ্রাসার শিক্ষক, ইমাম/পুরোহিত, মহিলা বিষয়ক অধিদপ্তরের মাঠ কর্মী, প্রাণিসম্পদ অধিদপ্তরের মাঠ কর্মী, ইউ/পি সদস্য,এনজিও কমী, কৃষক ও স্থানীয় সাংবাদিকগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
Posted ৭:৩৭ অপরাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad