স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাপ্তন ছাত্র/ছাত্রীদের পূর্ণ:মিলনী অনুষ্টান এক রেজিষ্টেন কমিটি গঠন করা হয়। শুক্রবার(২৫ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্বম্ভরপুর প্রেসক্লাবে পূর্ণ: মিলনী অনুষ্টান করতে উপস্থিত প্রাপ্তন ছাত্র/ছাত্রীরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন।
সভায় ঐতিহ্যবাহী বিশ্বম্ভরপুর সরাকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাপ্তন ছাত্র/ছাত্রীদের নিয়ে পূর্ণ: মিলনী অনুষ্টান জাকজমক ভাবে করার জন্য সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ ব্যাপারে প্রাপ্তন ছাত্র/ছাত্রীরা এখন থেকেই রেজিষ্টেশন করার জন্য প্রাথমিক ভাবে একটি রেজিষ্টেশন কমিটি গঠন করে তা ব্যাপক ভাবে প্রচারের সিদ্ধান্ত হয়।
সর্ব সম্মতিক্রমে প্রাপ্তন ছাত্র মোঃ তাজুল ইসলামকে আহবায়ক ও নূরুল আলম, আব্দুর নূর, মখলিছুর রহমান, নূরুল আলম সিদ্দিকী ও শাহজাহান মিয়াকে যুগ্ম আহবায়ক করে এবং স্বপন কুমার বর্মন, সেলিম আহমদ ও সঞ্জয় গোস্বামীকে অর্থ সচিব বলে ২১সদস্য বিশিষ্ট রেজিষ্টেশন কমিটি গঠন করা হয়।
পরবর্তীতে পূর্ণ: মিলনী অনুষ্টানের জন্য পূর্নাঙ্গ কমিটি ও বিভিন্ন উপ কমিটি গঠন করা হবে। যেহেতু, করোনা ভাইরাস চলমান রয়েছে তাই ২০২২ সালের জানুয়ারী প্রথমে সম্ভাব্য উক্ত পূণ: মিলনী অনুষ্টান করার সিদ্ধান্ত করা হয়েছে।
Posted ১০:৪৮ অপরাহ্ণ | শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad