বিশ্বম্ভরপুরে মশা নিধনে প্রশাসনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান। ছবি- সিলেটের জনপদ
দেশব্যাপী মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের ব্যাপক তৎপরতায় পরিছন্নতা কর্মসূচি হিসেবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শনিবার( ৩ আগস্ট) উপজেলা প্রশাসনের নির্দেশে উপজেলা পরিষদ এলাকা, স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা, সকল উচ্চ বিদ্যালয়, সকল মাদ্রাসা, কলেজ, কারিগরি বিদ্যালয়, ও সকল ইউনিয়ন পরিষদের স্ব স্ব প্রতিষ্ঠানে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে এক বর্ণাঢ্য র্্যালী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, উপজেলা নির্বাহি অফিসার সমীর বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছরুয়ার আলম, কলেজের প্রভাষক এটিএম আজরফ, যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়া, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন সম্পাদক সালেহ আহমদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রথমে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক বর্ণাঢ্য রেলি প্রদর্শন করা হয়। দ্বিতীয় পর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযানে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মেডিকেল অফিসার গন, হাসপাতালের কর্তব্যরত কর্মচারীগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ডিভিডি কলেজের শিক্ষক, ছাত্র /ছাএী স্থানীয় প্রেসক্লাব সাংবাদিকগণ ও সর্বস্তরের লোকজন অভিযানে অংশগ্রহণ করেন। এতে হাতে ঝাড়ু কোদাল নিয়ে হাসপাতালে আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও সকল ইউনিয়ন পরিষদে একই কর্মসূচি যথাযথভাবে পরিচালনা করা হয়।
Posted ৪:৪০ অপরাহ্ণ | শনিবার, ০৩ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad