স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি:
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোশিয়েসন বিশ্বম্ভরপুর (পুসাব) এর আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়।
শনিবার(২১ডিসেম্বর) বিশ্বম্ভরপুর উপজেলার সরকারি দিগেন্দ্র বর্মণ ডিগ্রি কলেজ কেন্দ্রে ও মুরারী চাঁদ উচ্চ বিদ্যালয় উক্ত দুটি কেন্দ্রে ৮ম, ৯ম, ১০ম শ্রেণীর সহ মোট ৪শত জন শিক্ষার্থী উক্ত মৃধা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করেন।
পুসাবের সভাপতি মোঃ শহীদুল্লাহ কায়েসার, সাধারন সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল হালিম, আফজাল, সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ, সহ-কোষাধক্ষ্য মোঃ কামাল, প্রচার সম্পাদক শিশির, সদস্য প্রীতম প্রমুখ বৃত্তি পরীক্ষা পরিচালনা করেন।
তাছাড়া সরকারি ডিবিডি কলেজের প্রভাষক রেশমা আক্তার সহ কলেজের পক্ষ থেকে এবং মুরারী চাঁদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতেশ রঞ্জন তালুকদার সহ শিক্ষকগন সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারন সম্পাদক সালেহ আহমদ সহ অনেক শিক্ষানুরাগী ব্যাক্তিগন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
উল্লেখ্য যে, বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ ও সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন পুসাব বিগত দিন থেকে বিভিন্ন মেধা পরীক্ষা গ্রহন এবং শিক্ষা সহায়তা মূলক কার্যক্রম সহ বিভিন্ন সৃজনশীল কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
Posted ৮:৩৬ অপরাহ্ণ | শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad