স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর প্রতিনিধি: বিশ্বম্ভরপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এক এ্যাডভোকেসী সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
(১লা ডিসেম্বর) শনিবার সকালে উপজেলা প,প, কর্মকর্তা মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। আগামী ৭থেকে ১২ডিসেম্বর ২০১৯ সপ্তাহব্যাপী পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ যথাযত ভাবে উদযাপনের উপলক্ষে এডভোকেসী সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প,প, কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি অফিসার সমীর বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রিনা, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাক্তার চৌধুরী জালালুদ্দিন মুরশেদ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, স্বাস্থ্য বিভাগের সলুকাবাদ ইউপি পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম, বাদাঘাট দক্ষিণ পরিবার কল্যাণ পরিদর্শক মোঃ হারিস উদ্দিন, পলাশ পরিবার কল্যাণ কেন্দ্রের ভিজিটর পারভিন আক্তার, ফতেপুর পরিবার কল্যাণ পরিদর্শক ধিরাজ রাজ সীমান্তিক এনজিও প্রতিনিধি মিসবাহুর রহমান।
Posted ১২:০৪ পূর্বাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad