স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর প্রতিনিধি :
বিশ্বম্ভরপুরে তথ্য অধিকার ‘‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’’ বিষয়ক স্থানীয় সাংবাদিকদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ শেষে শনিবার (২৯ফেব্রুয়ারী) আনুষ্টানিক ভাবে সনদ বিতরণ করা হয়।
শুক্রবার ও শনিবার (২৮-২৯ফেব্রুয়ারি) বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে, জেলা তথ্য অফিসের সার্বিক ব্যবস্থাপনায় দুইদিন ব্যাপী প্রশিক্ষনে বিভিন্ন পত্রিকা ও মিডিয়ার ২৫ জন সাংবাদিকদের তথ্য অধিকার “সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ ” বিষয় প্রশিক্ষণ প্রদান করা হয়ও শেষ দিনে সনদ বিতরণ করা হয়।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট প্রকল্পের সহযোগিতায় সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ বিষয়ক দুই দিনের কর্মশালা প্রশিক্ষণ প্রদান করেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট পরিচালক (প্রশাসন) মো: মনজুরুল আলম, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহি অফিসার সমীর বিশ্বাস, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপ-পরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম, উপ-পরিচালক আবুজার গাফফারী, সহকারী পরিচালক মোঃ আব্দুল মান্নান, জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেন ও ব্রিটিশ কাউন্সিলের রোকনুজ্জামান আহমেদ। প্রশিক্ষণের সমাপনীতে জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক( প্রশাসন) মো: মনজুরুল আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সনদ বিতরণ করেন।
এছাড়া আরো বক্তব্য রাখেন সাংবাদিকদের পক্ষে বিশ্বম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন ও সাংবাদিক আমিনুল ইসলাম।
Posted ৭:৫৭ অপরাহ্ণ | শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad