স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বিশ্বম্ভরপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়ন যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় করোনা ভাইরাস প্রতিরোধ সহ গণসচেতনায় প্রচারনামূলক সংগীতানুষ্টান হয়।
বুধবার (১৬সেপ্টেম্বর) উপজেলা সদর পয়েন্ট ও বিশ্বম্ভরপুর বাজারে সুনামগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে সংগীত শিল্পীদের সমবেত ও বাউল সুরে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে পথ সংগীত অনুষ্টান হয়।
জেলা তথ্য অফিসার মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্বাবধানে ও তথ্য অফিসের সহকারি শরীফ হোসেনের সঞ্চালনায় পথ সংগীত অনুষ্টানে বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর প্রেসসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন গোস্বামী, দি লিটল বার্ড একাডেমীর প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ দাশ, হিন্দু বৌদ্দ, খিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক কালী কুমার দাশ, বিশিষ্ট্য ফুটবল খেলোয়ার আব্দুল মালেক, উপজেলা যুবলীগ সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন খোকন, জাপা নেতা স্বপন পাল প্রমুখ।
পথ সভা গুলোতে সর্বস্থরের লোকজন উক্ত প্রচারনামূলক সংগীতানুষ্টান উপভোগ করেন।
Posted ১০:৩৭ অপরাহ্ণ | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad