স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে করোনা ভাইরাস প্রতিরোধের অংশ হিসাবে ঘরে থাকা বেকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও হিজরাদের মাঝে ত্রান সহায়তা বিতরন করা হয়।
সোমবার (৬এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাসের তত্বাবধানে উপজেলার ধনপুর ইউনিয়নের কাইতকোনা, কাশিপুর গ্রামে গিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হাজং, গারো, মনিপুরী সম্প্রদায় বাড়িতে থাকা নিন্ম আয়ের জন সাধারনের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল, ডাল, তেল খাদ্য সহায়তা প্যাকেট বিতরন করা হয়।
এ সময় সুনামগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (এডিসি) মোঃ এমরান হোসেন উপস্থিত ছিলেন । আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তাজ্জদ খান, প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ক্ষুদ্র সৃ-গোষ্ঠী নেতা রাকেশ হাজং প্রমুখ। এর আগে উপজেলা সদরে হিজরাদের মাঝে ত্রান সহায়তা প্যাকেট বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস।
Posted ৯:১৯ অপরাহ্ণ | সোমবার, ০৬ এপ্রিল ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad