স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বিশ্বম্ভরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ এক সাংগঠনিক সফর করেন এবং উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদল নেতা কর্মীদের সাথে এক মত বিনিময় সভা করেন।
বুধবার (১৫জানুয়ারী) সকালে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদল শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম।
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদল সহ সভাপতি অমর ফারুক কাওছার, সাধারন সম্পাদক আব্দুল কাদির সোহাগ,যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আরিফুল হক, সহ-সাধারন সম্পাদক মোঃ জামিল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক আজিজুর রহমান সৌরভ, সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।
বক্তাগন তূণমূল পর্যায় থেকে ছাত্রদল নেতা কর্মীরা সক্রিয় ভূমিকা সহ সাংগঠনিক তৎপরতা জোরদার করার জন্য আহবান জানান। মতবিনিময় সভায় উপজেলা শাখা ও কলেজ শাখার ছাত্রদল নেতা কর্মী সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাগন উপস্থিত ছিলেন।
Posted ৫:২৬ অপরাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad