স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বিশ্বম্ভরপুরে করোনা ভ্যাকসিন ব্যবহার পরিকল্পনা সংক্রান্ত উপজেলা কমিটির এক সভা অনুষ্টিত হয়। বুধবার(০৩ফেব্রæয়ারী) বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ। কমিটির সদস্য সচিব ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবুল বাশার মোহাম্মদ উসমান হায়দার মজুমদার করোনা ভ্যাকসিন সংক্রান্ত সভায় বিস্তারিত তুলে ধরেন।
সভায় জানানো হয় যে, এ উপজেলার জন্য ভ্যাকসিন ৫ হাজার ২শত ডোজ এসেছে। আগামী ৭ ফেব্রæয়ারী করোনা ভ্যাকসিন দেওয়া হবে। এরই মধ্যে ভ্যাকসিন দেওয়ার জন্য রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। সভায় আরো জানানো হয় এ ভ্যাকসিন গুরুতর কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ভ্যাকসিন প্রয়োগে ভয়ের কোন কারন নেই। করোনা ভ্যাকসিন নিয়ে যাতে অপপ্রচার, গুজব ছড়াতে না পারে এ বিষয়ে প্রশাসন সহ সর্ব মহলকে সজাগ থাকার জন্য আহবান জানানো হয়। ভ্যাকসিন নেওয়ার জন্য জন সাধারনের মধ্যে ব্যাপক প্রচারের সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্য উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ স্বজল মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম খান, উপজেলা পঃ পঃ কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, উপজেলা জন স্বাস্থ্য উপ-সহকারি প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, উপজেলা আঃলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, এনজিও ভার্ড প্রতিনিধি মুসলেহ উদ্দিন লস্কর, ব্র্যাক প্রতিনিধি প্রমুখ। এ বিষয়ে সর্বস্থরের প্রতিনিধিদের নিয়ে আজ বৃহস্পতিবার উপজেলা গণমিলনায়তনে এক সচেতনতা বৃদ্ধি প্রচার মূলক সভা অনুষ্টিত হবে।
Posted ১২:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারি ২০২১
Sylheter Janapad | Sylheter Janapad