স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর প্রতিনিধিঃ বিশ্বম্ভরপুর বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর এজেন্ট আউটলেট আনুষ্টানিক ভাবে উদ্বোধন করা হয়। বুধবার (২৭ নম্ভেবর) উপজেলার বিশ্বম্ভরপুর সদর বাজারে ইসলামী ব্যাংক লিঃ এর আউটলেট উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এড. পীর ফজলুর রহমান মিসবাহ।
উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন ও ব্যাংকের বিস্তারিত তুলে ধরেন ইসলামী ব্যাংক লিঃ সিলেট জোন প্রধান মুহাম্মদ সাইদ উল্লাহ। এজেন্ট আউটলেটের প্রতিনিধি মোঃ হোসাইন আহম্মেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সুনামগঞ্জ শাখা প্রধান কাইসার আহমদ। বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী, বাদাঘাট(দঃ) ইউপি চেয়ারম্যান মোঃ এরশাদ মিয়া, বিশ্বম্ভরপুর বাজার বণিক সমিতির সভাপতি আলহাজ কফিল আহমদ। কোরআন থেকে পাঠ করেন মাও. আবুল কাশেম, গীতা থেকে পাঠ করেন স্বপন কুমার বর্মন।
প্রধান অতিথি বলেন ইসলামী ব্যাংক লিঃ ব্যাংকিং সেক্টর ছাড়াও বিভিন্ন জন কল্যান মূলক কর্মকান্ড করে আসছে। বিশ্বম্ভরপুরে এজেন্ট আউটলেট চালু হওয়ায় এ এলাকার জন সাধারন বিভিন্ন সেবা পাবে বলে আসা করা যায়। তিনি এজেন্ট শাখায় গ্রাহক ও এজেন্টের মাধ্যমে সমন্বয় সাধন করে তা সুন্দর ভাবে পরিচালনার জন্য সকলের প্রতি আহবান জানান।
অনুষ্টান শেষে যাবার পথে প্রধান অতিথি এমপি এড. পীর ফজলুর রহমান মিসবাহ উপজেলা সদর কৃষ্ণনগর পূজা মন্দির পরিদর্শন করেন। অনুষ্টান গুলোতে জাতীয় পার্টির নেতা কর্মী সহ সর্বস্থরের বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
Posted ৫:১৩ অপরাহ্ণ | বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad