স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। সোমবার ২৮ সেপ্টেম্বর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে উপজেলা নির্বাহি অফিসার সমীর বিশ্বাসের সভাপতিত্বে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন ।
উপস্তিত ছিলেন ভাইস চেয়ারম্যান তাজ্জত আলী খান, সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন। এবারের তথ্য অধিকার দিবসের প্রতিপাদ্য ছিল “”তথ্য অধিকার” সংকটের হাতিয়ার”।
পরিশেষে ডিজিটাল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে আনুষ্টানিক ভাবে পুরস্কার বিতরণ করা হয়। সভায় সরকারের তথ্য অধিকার আইন বাস্তবায়নে সকল মহলের সহযোগিতা এবং তৃণমূল পর্যায়ে সকলকে এ ব্যাপারে সচেতন করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
Posted ৬:৩১ অপরাহ্ণ | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad