স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর প্রতিনিধি : বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও স্বাগত জানিয়েএক আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১লা ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন ও স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শক্তিয়ারখলা বাজার থেকে বসন্তপুর বাজার হযে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় বাদাঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে মিলিত হয়।
ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নবনির্বাচিত ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ আবদুল আউয়ালের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল আজিজ, মিজানুর রহমান মিজান, সাবেক ইউনিয়ন সভাপতি শেখ আফসার উদ্দিন, আবু বক্কর সিদ্দিক, আব্দুস সালাম, আব্দুর রহিম, বিশ্বম্ভরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জুয়েল আলম, সহ-সভাপতি রেজাউল করিম,হরলাল তালুকদার, জাকির হোসেন, ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি মনির হোসেন, হাজী মুক্তার উজ্জামান, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন রাহাত, ইউনিয়ন যুবলীগ যুগ্মসাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুর্শিদ মিয়া, হানিফ মিয়া, আব্দুর রউফ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
Posted ১২:৩২ পূর্বাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad