বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ আলা উদ্দিন নামের এক যুক্তরাজ্য প্রবাসীর পুরনো বাড়ির বসত ঘর ভেঙে মালপত্র লুটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৫ নভেম্বর) ভোররাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বন্ধুয়া গ্রামের ওই প্রবাসীর টিনসেডের বাড়িটি ভেঙে ফেলা হয়। এসময় ঘরে থাকা ৬টি চেয়ার, একটি টেবিল, একটি আলনা, একটি পালং ও আসবাবপত্রসহ প্রায় লক্ষাধিক টাকার মালপত্র লুট করা হয়।
জানাগেছে, যুক্তরাজ্য প্রবাসী আলা উদ্দিন ও সৌদী প্রবাসী আলতাবুর রহমান গেদা একে অপরের চাচাতো ভাই। তাদের পৈতৃক সম্পত্তি ভাগবাটোয়ারা না হওয়ায় দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শুক্রবার ভোরে কে বা কারা প্রবাসী আলা উদ্দিনের পুরনো বাড়ির বসত ঘর ভেঙে ফেলে মালামাল লুট করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় প্রবাসী আলা উদ্দিন বিশ্বনাথ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
তবে প্রবাসী আলা উদ্দিনের অভিযোগ, তার চাচাতো ভাই একই বাড়ির বাসিন্দা সৌদী প্রবাসী আলতাবুর রহমান গেদা, তার দুই ছেলে মিজানুর রহমান ও সাইদুল ইসলাম এবং গেদার ভাই ফয়জুর রহমান মিলে তার ঘর ভেঙে দিয়েছেন। আর ঘর ভেঙে ১০লাখ টাকার মালপত্র লুটপাটের পর স্বপরিবারে তারা বাড়ি থেকে পালিয়ে গেছেন।
এব্যপাারে জানতে চাইলে সৌদী প্রবাসী আলতাবুর রহমান গেদা কিংবা তার পরিবারের কেউ বাড়িতে না থাকায় তাদের কারো কোন মন্তব্য পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, মামলা দেওয়া হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১২:৩৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad