স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর প্রতিনিধিঃ
বিপুল উৎসাহ উদ্ধীপনা ও আনন্দঘন পরিবেশে নতুন বইয়ের গন্ধে বিশ্বম্ভরপুর উপজেলায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
বুধবার (১ জানুয়ারী) সকালে উপজেলা প্রশাসন পরিচালিত দি লিটল বার্ড একাডেমীতে শিক্ষার্থীদের মাঝে প্রথম নতুন বই বিতরণ করে বই উৎসবের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ সেলিম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছরুয়ার আলম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, দি লিটল বার্ড একাডেমীর প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ দাশসহ শিক্ষক মন্ডলী ও অভিভাবক মন্ডলী। এরপর বিশ্বম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজুর সার্বিক তত্বাবধানে বই বিতরণ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস প্রমূখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রমূখসহ পর্যায়ক্রমে উপজেলার ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্বম্ভরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনপুর আছমত আলী উচ্চ বিদ্যালয়, কাটাখালী উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে যোগদেন।
তাছাড়া ধর্মমন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যান টাষ্ট্রা কর্তৃক পরিচালিত উপজেলার আদুখালী প্রাক-প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বই বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি রুপেন্দ্র দেবনাথ, শিক্ষক মুক্তা রানী দেবী, প্রাক-প্রাথমিক বিদ্যালয় উপজেলা মনিটরিং কমিটির সদস্য ও প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মনসহ অভিভাবক বৃন্দ। প্রতিনিটি বিদ্যালয়েই উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হয়।
Posted ১০:২৪ অপরাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad