স্বপন কুমার বর্মন, বিশ্বম্ভরপুর, (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের মজিব বাজার সংলগ্ন নতুন গুল গাঁও মাঠে এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের লক্ষ্যে এক মতবিনিমিয় সভা অনুষ্টিত হয়।
শনিবার (৮ফেব্রুয়ারী) সকালে স্থানীয় সামাজিক সংগঠন রেনেঁসাস সোসাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন’র উদ্যোগে আশে পাশের তিনটি ইউনিয়নের ৮/১০টি গ্রামের সম্পৃক্ততায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেরুয়াখলা মমিনিয়া ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাও. আব্দুল আজিজের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদর চেয়ারম্যান মো: সফর উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক দুই বারের নির্বাচিত চেয়ারম্যান, পলাশ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহমান। সভায় বক্তব্য রাখেন ডিবিডি কলেজের ইংরেজি প্রভাষক মো.মশিউর রহমান,সংগঠনের উপদেষ্টা নুরুল আলম সাগর ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এমদাদুল হক মিলন, সাবেক সভাপতি নুরুল আলম নাহিদ, সাবেক সভাপতি দ্বীনুল ইসলাম রতন, আওয়ামীলীগ নেতা মহরম আলী, গোলাপ মাস্টার, সোহরাব মাস্টার, বদরুল আমীন, আব্দুস সাত্তার, আনিছুর রহমান, ডা. হালিম, আ. আলীম, ডা. নুরুল ইসলাম, আ.কাদির, শাহজাহান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের বর্তমান সভাপতি ভূমিদাতা পরিবারের সদস্য আজিজ আহমদ। সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য হাবিবুর রহমান মাসুদ, আমির হোসেন, মাহবুবুল হাসান, মাসুম বিল্লাহ রায়হান, আরিফ, সুমন, জাহাঙ্গীর, শাকিল আহমদ। সভায় বিদ্যালয়টি প্রতিষ্ঠার লক্ষ্যে জমি দান করতে সম্মত হয়েছেন। শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, মিরাজুল ইসলাম, শাহজালাল, শাহজাহান। সভার শেষে একটি সংক্ষিপ্ত দোয়া’র মাধ্যমে সভার সমাপ্তি হয়।
Posted ৯:১০ অপরাহ্ণ | রবিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad