জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে ১২০জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার দুপুরে স্থানীয় রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন তাদের এ সংবর্ধনা দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পালের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ফজলুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ছয়ফুল হক, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ খান ও মনির আহমদ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: কামরুজ্জামান, থানার অফিসার ইন্চার্জ (ওসি) শামীম মুসা, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ওয়াহিদ আলী।
Posted ১১:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad