কাজী মাহমুদুল হক সুজন: বাহুবলে সরকারি জমি থেকে মাটি উত্তোলনের অপরাধে এক ব্যক্তির অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার সাতকাপন ইউনিয়নের বানাইত গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জানা যায়, উপজেলার বানাইত গামের হোছেন আলীর পুত্র মাশুক মিয়া (২০) সরকারি জমি থেকে কোন অনুমোদন ছাড়াই মাটি উত্তোলন করছেন এমন পেয়েে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার তাৎক্ষণিক তিনি সেখানে অভিযান পরিচালনা করেন। পরে মাশুক মিয়াকে আটক করে ভ্রাম্য্যমান আদালত বসিয়ে তাকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়।
ভ্রামামান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার। সাথে ছিলেন উপজেলা কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে, স্নিগ্ধ তালুকদার জানিয়েছেন, সরকারের অনুমতি বিহীন মাটি বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।