কাজী মাহমুদুল হক সুজন, বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রান সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিগ্ধা তালুকদার নৌকায় চড়ে উপজেলার স্নানঘাট ইউনিয়নের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি দুর্দশাগ্রস্ত মানুষদের স্কুল ঘরে সরিয়ে নেয়ার ব্যবস্থা করে বন্যাকবলিত অসহায় পরিবারগুলোর মধ্যে ত্রান সামগ্রি তোলে দেন। জলাবদ্ধ বাড়িঘর পরিদর্শন করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিগ্ধা তালুকদার জানান জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য শুকনা খাবার ও ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। আমরা সরজমিনে পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের তালিকা করেছি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াকুত মিয়া, স্তানীয় ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, প্রকল্প কর্মকর্তা আশীষ কর্মকার।