মখলিছ মিয়া, বানিয়াচঙ্গ : ৩১ মার্চ ২০২০ খ্রিঃ মঙ্গলবার দুপুর ১২টা থেকে বানিয়াচং উপজেলার আদর্শবাজার, ৫/৬ নং বাজার, বাবুর বাজার, বড় বাজার, নতুন বাজার, গ্যানিংগঞ্জ বাজার এলাকায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মতিউর রহমান খান এর নেতৃত্বে প্রশাসন, সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়। লেফটেন্যান্ট আদনানের নেতৃত্বে এক প্লাটুন সেনাবাহিনী অভিযানে অংশ নেয়।
এ সময়ে করোনা ভাইরাসের সংক্রামণ রোধে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ব্যতিত অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুসারে মোট ০৭ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩১,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ সময়ে খোরশেদ আলম কে ৫,০০০ টাকা, সামছুল ইসলামকে ৫০০ টাকা, জিলু মিয়া ৫,০০০টাকা, মোবাশ্বির মিয়াকে ৫০০ টাকা, তাপস সরকারকে ১০,০০০ টাকা, কাউসার মিয়াকে ৫,০০০ টাকা, মিটুন কে ৫,০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
বিভিন্ন বাজারে লোকজন যাতে সোশাল ডিসটেন্স মেনে কার্যক্রম পরিচালনা করে, সেজন্য বাজারে ডেমনস্ট্রেশন করে দেখানো হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান এর সাথে আলাপকালে তিনি জানান, জাতির ক্রান্তিলগ্নে সবাই একসাথে কাজ করলে সহজেই এ বিপদ কাটিয়ে উঠা সম্ভব। সরকার ঘোষিত নিয়ম মেনে আমরা যেন এ বিপদ থেকে সবাই নিরপাদ থাকতে পারি, এজন্যই বিরামহীনভাবে আমরা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবো। সম্মানিত নাগরিকবৃন্দের কাছে আমরা অনুরোধ করবো এ সময়ে বিনা প্রয়োজনে কেউ যেন ঘর থেকে বাহির না হই।
Posted ১০:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad