মখলিছ মিয়া ॥ ‘‘মুজিব বর্ষের অঙ্গিকার, সড়ক হবে সংস্কার’’ এ শ্লোগানকে সামনে রেখে বানিয়াচঙ্গে শুভ উদ্বোধন করা হয়েছে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর ২০২০। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় বানিয়াচং শিবপাশা সড়কের কুন্ডরপাড় সংলগ্ল এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এল জি ই ডি) বানিয়াচং অফিসের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম।
Posted ৭:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
Sylheter Janapad | Sylheter Janapad