ছবি- প্রতিকী
বানিয়াচঙ্গে মাদ্রাসার ছাত্রীকে মারধোরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ছাত্রীর মা তুলনা বেগম বাদী হয়ে আকিকুর রহমানকে প্রধান আসামী করে ১২জনের নাম উল্লেখ পূর্ব এ মামলাটি দায়ের করেন। (মামলা নং-১, তারিখঃ ১/৮/২০১৯ইং) মামলা দায়েরের পরপরই বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রাশেদ মোবারক এর নির্দেশে আসামী গ্রেফতারে মাঠে নামে পুলিশ। গত শুক্রবার রাত ৩টার দিকে এসআই ফারুক আহমদসহ একদল পুলিশ সাগর দীঘির দক্ষিণপাড়ে অভিযান চালিয়ে নিয়ামত খা এর ছেলে জিয়াউর রহমান ওরফে হাবিব (৩৫) কে তার বসত ঘর থেকে গ্রেফতার করে। ২ আগষ্ট শুক্রবার সকালে গ্রেফতারকৃত আসামী জিয়াাউর রহমানকে আদালতে প্রেরন করে থানা পুলিশ। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন ওসি রাশেদ মোবারক। উল্লেখ্য, গত বুধবার বিএসডি মহিলা মাদ্রাসার আলিম ১ম বর্ষের এক ছাত্রীকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে দুর্বৃত্তরা। ঘটনার দিন সাগর দিঘির দক্ষিণ পাড় এলাকার গুনজর আলীর মাদ্রাসা পড়ূয়া মেয়ে লিপি বেগম (১৯) নিজ বাড়ীর পুকুরপাড়ে গোসল করতে যায়। এসময় আচমকা মৃত অমৃত খা’র ছেলে নূর খা ধারালো অস্ত্র দিয়ে লিপি বেগমকে উপুর্যপুরী কোপাতে থাকে। এতে লিপি মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। এসময় তার চিৎকারে আশ পাশের লোকজন এসে তাকে নূরের কবল থেকে রক্ষা করে। গুরুতর অবস্থায় লিপিকে প্রথমে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ হাসাপাতালে প্রেরণ করেন। সাথে সাথে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে তাকে আশংকাজনক অবস্থায় রাতেই সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়। এদিকে মামলা দায়ের এর পরপরই আসামী গ্রেফতারসহ মাদ্রাসার ছাত্রীর পরিবারকে আইনে সহায়তা দেয়ায় ওসি রাশেদ মোবারক কে ধন্যবাদ জানিয়েছেন বিএসডি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমদ।
Posted ১১:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ০২ আগস্ট ২০১৯
Sylheter Janapad | Sylheter Janapad